logo
Floating 2
Floating
শিরোনাম

সরাইলে এই পর্যন্ত ৮ জনকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়।


 সরাইলে এই পর্যন্ত ৮ জনকে  সুস্থতার ছাড়পত্র দেয়া হয়।


ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২৮ জুন রবিবার পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ায় ৬৯ জনে। এর মধ্যে গত বৃহস্পতিবার এবং রবিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ জনকে  সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এইপর্যন্ত ৮ জনকে  সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে।

করোনায় আক্রান্ত সবাই নিজেদের বাড়িতে আইসোলেশনে ছিলেন।যাদের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে তাদেরকেই সুস্থ ঘোষণা করা হয়।

 গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এরা উপজেলার দেওয়ান হাবলি এলাকার ১ জন, নিজসরাইল এলাকার ৩ জন, শাহবাজপুর এলাকার ২ জন কে সুস্থ ঘোষণা করা হয়। আজ (২৮জুন) রবিবার সদর উপজেলার মইন এলাকার একজনকে সুস্থ্ ঘোষনা করা হয়,সে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা পরীক্ষা করায়। এছাড়াও তেরো কান্দা গ্রামের ১ জন ইতিপূর্বেই সুস্থ হয়ে নিজ বাড়িতে রয়েছেন , এদের মধ্যে ৩ জন মহিলা , ৬জন পুরুষ।                         

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া।  ডাঃ লিটন কর্মকার। ডা: বাধন কুমার দাস। সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাব টেকনোলজিস্ট দেবাংকর শর্মা প্রমুখ।


মন্তব্য

উপর