logo
Floating 2
Floating

সরাইলে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা ।


 সরাইলে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা ।


ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা।মংগলবার প্রাপ্ত রিপোর্ট অনুজায়ী নতুন করে ০৬ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। 


মংগলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট দেবাংকর শর্মা জানায়, গত ২৩জুন পাঠানো রিপোর্টঅনুযায়ী ৮ জনের নমুনার মধ্যে ০৫ জনের নমুনায় পজিটিভ আসে, অন্যজন ২৯তারিখ ব্রাক্ষণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরীক্ষা করিয়েছেন।এদের মধ্যে উল্লেখযোগ্য হলো সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র সেবিকা , সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী একজন, শাহবাজপুর ইউপির এক যুবলীগ নেতা, অণ্যরা হলো উপজেলার কালিকচ্ছ এলাকার একজন , শাহবাজপুর এলাকার দুইজন। এই পর্যন্ত সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জনের করোনা পজিটিভ আসে, এর মধ্যে ২জন সেবিকা ।  


সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ আনাস ইবনে মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন , আমাদের সকলকে করোনা থেকে মুক্ত থাকতে হলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

এই পর্যন্ত সরাইল উপজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৭৫ জনে, এর মধ্যে৮ জনসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন।মন্তব্য

উপর