logo
Floating 2
Floating
শিরোনাম

বি.এফ.ডি.সি তে এবারের ঈদে কোরবানি দেয়া নিষিদ্ধ ঘোষণা


বি.এফ.ডি.সি তে এবারের ঈদে কোরবানি দেয়া নিষিদ্ধ ঘোষণা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে প্রতি বছর প্রযোজক, পরিচালক, শিল্পী সহ সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েক জন ব্যক্তি পশু কোরবানি করে থাকেন।

এবারও তার ব্যতিক্রম না ঘটিয়ে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন মহল থেকে ১৪টি পশু কোরবানির সিদ্ধান্ত হয়। ঠিক তখনই বি. এফ.ডি.সি কর্তৃপক্ষ এফ.ডি.সির ভিতরে কোন পশু কোরবানি দিতে নিষেধাজ্ঞা জারি করেন।

এমন সিদ্ধান্তের উত্তরে জানা যায়, কোভিড১৯ পরিস্থিতিতে বর্তমানে শংকায় আছে পুরো বিশ্ব,  সেই সাথে আমাদের বাংলাদেশেরও এই মহামারীতে প্রচন্ড বেগ পোহাতে হচ্ছে।

বি.এফ.ডি.সি তে পশু কোরবানি করতে গিয়ে লোক সমাগমে করোনা ছড়ানো আশংকা থেকেই এমন নিষেধাজ্ঞা জারি করেন বি.এফ.ডি.সি কর্তৃপক্ষ।

তবে চলচিত্রের সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে যাতে কোরবানি দেয়া যায় সে জন্য বি.এফ.ডি.সি কর্তৃপক্ষের নিকট আবেদন করবেন বি.এফ.ডি.সির পরিচালক সমিতির সেক্রেটারি শাহিন সুমন এবং শিল্পী সমিতির সেক্রেটারি জায়েদ খান।

মন্তব্য

উপর