logo
ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে পাবলিক টয়লেট উদ্ধোধন
বৃহস্পতিবার, ৪ঠা জুলাই ২০১৯ ০৭:৫২:০৫

গাইবান্ধার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে আগত নারী-পুরুষের পয়:নিস্কাশন সুবিধা নিশ্চিত করার লক্ষে নব-নির্মিত পাবলিক টয়লেটের উদ্বোধন করা হয়েছে। এসকেএস ফাউন্ডেশন রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশের আর্থিক সহাযোগিতায় ও ফুলছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযেগিতায় ফুলছড়ি উপজেলার ফুলছড়ি হাটে এই পাবলিক টয়লেটনির্মিত হয়।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে এই পাবলিক টয়লেটের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসাইন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম প্রমুখ।

ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে প্রতিবছর প্রায় কোটি টাকার রাজস্ব আদায় হলেও এখানে হাটে আগত নারী-পুরুষদের পয়:নিস্কাশনের জন্য আলাদা করে কোন পাবলিক টয়লেট ছিল না। হাটুরেদের বিশেষ করে নারীদের পয়:নিস্কাশনের সুবিধা নিশ্চিত করতেই পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়।

সম্পাদকঃ সৈয়দ রফিকুল জামাল
প্রজন্ম নিউজ - এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

প্রজন্ম নিউজ মিডিয়া লিমিটেড
২২ সেগুনবাগিচা, ঢাকা- ১০০০
ফোন: +৮৮-০২ ৮৩৯১৬৭১-৩, ফ্যাক্স: +৮৮-০২ ৮৩৯১৬৭২
নিউজ রুম-হটলাইন: ০১৭৭৮১৪৮৫৬৬
নিউজ ও বিজ্ঞাপনঃ: dailyprojonmo@gmail.com, editordailyprojonmo@gmail.com