logo
ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০১৯ ০৭:১৮:০৯

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সৌরাষ্ট্র ক্রিকেট একাডেমির পিচ সবসময়ই ব্যাটিং বান্ধব। এবারের পিচ দেখে সেটাকে রীতিমতো 'ব্যাটিং স্বর্গ' হিসেবে উল্লেখ করা হচ্ছে। তারপরেও ভারতের ফিল্ডিং নেওয়ার সম্ভাব্য কারণ হলো, তারা আগে ব্যাট করার চেয়ে রান চেজিংয়ে ভীষণ শক্তিশালী।

টি-টোয়েন্টি সংস্করণের আবির্ভাবের পর ভারতের মাটিতে ভারতকে কোনো দলই তিন ম্যাচের সিরিজে হারাতে পারেনি। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে এই অসম্ভব কীর্তি গড়ার সুযোগ পেয়েছে টিম টাইগার। 'অসম্ভব' এই কারণে, ভারতের মাটিতে তাদেরকে হারানো ভীষণ কঠিন।  আজ হেরে গেলেও সমস্যা নেই। এই রেকর্ড গড়তে তৃতীয় ম্যাচটি তো হাতে থাকছেই।

ঘূর্ণিঝড় 'মাহা'র কারণে আজকের ম্যাচটি নিয়ে দুশ্চিন্তা ছিল। বৃহস্পতিবার সকালে গুজরাট উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার কথা থাকলেও আস্তে আস্তে দূর্বল হয়ে পড়েছে। ভারতের আবহাওয়া অফিসের তথ্যমতে, শক্তি কমে এটি পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে গুজরাটের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সকাল থেকে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু রাজকোটের আকাশে সকাল থেকেই রোদের উজ্জ্বল উপস্থিতি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং আমিনুল ইসলাম বিপ্লব।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশব পন্ত, ক্রুনাল পান্ডিয়া, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, দিপক চাহার এবং খলিল আহমেদ।

ভারতের বিপক্ষে এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।

সম্পাদকঃ সৈয়দ রফিকুল জামাল
প্রজন্ম নিউজ - এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

প্রজন্ম নিউজ মিডিয়া লিমিটেড
২২ সেগুনবাগিচা, ঢাকা- ১০০০
ফোন: +৮৮-০২ ৮৩৯১৬৭১-৩, ফ্যাক্স: +৮৮-০২ ৮৩৯১৬৭২
নিউজ রুম-হটলাইন: ০১৭৭৮১৪৮৫৬৬
নিউজ ও বিজ্ঞাপনঃ: dailyprojonmo@gmail.com, editordailyprojonmo@gmail.com